ভারত-ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে দর্শক ফেরাতে মরিয়া বিসিসিআই

করোনা পরবর্তী সময়ে দেশের মাটিতে ফিরছে ক্রিকেট। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ভারত ও ইংল্যন্ডার মধ্যে শুরু হচ্ছে টেস্ট, টি টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ থেকে  দর্শক ফেরাতে মরিয়া বিসিসিআই। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। ফলে এই সিরিজ থেকেই দেশের মাঠে দর্শক ফেরাতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( বিসিসিআই)। কিন্তু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখেই জানিয়েছে প্রথম দুটি টেস্টে মাঠে কোনও দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না। বিসিসিআইও তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে। প্রথম দুটি টেস্ট সহ আমেদাবাদের মোতেরায় সর্দার প্যাটেল স্টেডিয়ামে শেষ দুটি টেস্টও হবে দর্শকশূন্য স্টেডিয়াম বলে জানানো হয়েছে।

টেস্ট সিরিজের পরিকল্পনা ছেড়ে এবার টি টোয়েন্টি সিরিজে মাঠে দর্শকদের প্রবেশের পরিকল্পনা শুরু করেছে বিসিসিআই। ১২ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তবে সরকার অনুমতি দিলেই বোর্ডের সিদ্ধান্ত কার্যকর হবে। বোর্ডের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ‘বোর্ড  চায় ভারত-ইংল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলিতে সমর্থকদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দিতে। তবে আপাতত ৫০ শতাংশ দর্শকদের জন্যই এই ব্যবস্থা রাখার পরিকল্পনা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারই। তবে সুরক্ষার কথা মাথায় রাখতে হবে’।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post