তৃণমূলে যোগ টলি নায়িকা কৌশানীর

তৃণমূলে যোগ দিলেন টলিউডের অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এতদিন বিভিন্ন সরকারি বা অন্য অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত তাঁকে। এবার আনুষ্ঠানিক ভাবে রাজনীতির মঞ্চে অভিষেক হল তাঁর। একই সঙ্গে এদিন শাসকশিবিরে নাম লেখালেন ইম্পার (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) প্রধান পিয়া সেনগুপ্ত। রবিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও কুণাল ঘোষের হাত থেকে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্তের সঙ্গে দলীয় পতাকা তুলে নেন কৌশানী। উল্লেখ্য, শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেতা সৌরভ দাস। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে বিনোদন জগতের জনপ্রিয় একাধিক মুখের প্রবেশ ঘটছে শাসকদলে। এদিন তৃণমূলে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কৌশানী বলেন,' ‌আমি চাই আমায় দেখে অনেক তরুণ-তরুণী অনুপ্রাণিত হোক। তাঁরাও এগিয়ে আসুক।' পাশাপাশি, প্রয়াত অভিনেতা সুখেন দাসের মেয়ে তথা পরিচালক অনুপ সেনগুপ্তর স্ত্রী পিয়া সেনগুপ্তও তৃণমূলে যোগ দেন। তিনি বলেন, ‌‌তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার অঙ্গীকার রইল। কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

যোগদান পর্ব মিটতেই শনিবার ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের বিরুদ্ধে সরব হন মন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘দেশের শিল্প জগৎ সঙ্কটে। অনুরাগ কশ্যপ, নাসিরুদ্দিন শাহদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। দলিতদের হয়ে মুখ খোলায় আয়ুষ্মান খুরানাকেও হেনস্থা করা হচ্ছে। এ রাজ্যে পরিস্থিতি তেমন নয়। অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেও তাঁদের এ রাজ্যে হেনস্থা করা হয় না। বিজেপি ক্ষমতায় এলে বাক স্বাধীনতা বলে থাকবে না।’ 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post