টিকা নিলেন ব্রিটেনের রাজা-রানি

ব্রিটিশ যুক্তরাষ্ট্রে (UK) করেনার সংক্রমণ ভয়াবহ ভাবে ছড়িয়ে গিয়েছে। সংখ্যাটা ৩০ লাখেরও বেশি বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এর ওপর বর্তমানে নতুন সংকট করোনার নয়া স্ট্রেন। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর ব্রিটেনের রানি ও রাজা এবার করোনার টিকা নিলেন। বর্তমানে রানি দ্বিতীয় এলিজাবেদের বয়স এখন প্রায় ৯৫ এবং তাঁর স্বামী প্রিন্স ফিলিপের বয়স ৯৯ বছর। কিছুদিনের মধ্যে সেঞ্চুরি করবেন তিনি। ঠিক এত বছর বয়সে টিকা নিয়ে দেশবাসীর কাছে একটি সাহসিকতার বার্তা রাখলেন তাঁরা।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ব্রিটেন করোনার টিকা বের করবে। এবার ফাইজার বায়ো-এনটেক এবং অক্সফোর্ড-অস্ট্রোজেনেকার যৌথ ভাবে এই টিকা বাজারে এনেছে। ইতিমধ্যে দেশের ১৫ লক্ষ মানুষ এই টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত নেতিবাচক কোনও রিপোর্ট আসেনি। যদিও ভয় ছিল পার্শপ্রতিক্রিয়ার। কিন্তু তারই মধ্যে নিজেদের বয়সকে পাত্তা না দিয়ে রাজপরিবারের দুই প্রধান এই টিকা গ্রহণ এক নিদর্শনই বটে।  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.