বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচকে কেন্দ্র করেছিল চাপা উত্তেজনা। টটেনহাম হটস্পারের মুখোমুখি হয়েছিল লিভারপুল। রুদ্ধশ্বাস ম্যাচে টটনেহামকে ৩-১ গোলে উড়িয়ে দিল ক্লপের ছেলেরা। ম্যাচে প্রথম থেকেই দুই দলের টানটান লড়ইয়ে বেশ জমে উঠেছিল। কিন্তু গোলর দরজা খুলতে পারেনি কোন দলই। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোর গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার। পাল্টা আক্রমণে গোল করে হটস্পারের হয়ে ব্যবধান কমান পিয়ের এমিলে। ৬৫ মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের শেষ গোল করেন সাদিও মানে। ম্যাচ জিতে ৩৭ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের চার নম্বরে জায়গা করে নিল জুর্গেন ক্লপের দল। অপরদিকে ৩৩ পয়েন্ট পেয়ে ছয় নম্বরে রয়েছে টটেনহাম। বৃহস্পতিবার ইপিএলের অপর ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করল লেস্টার সিটি।
Thank You for your important feedback