হাড় কাঁপানো ঠান্ডার দোসর এবার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। তবে উত্তুরে হাওয়ার প্রভাবে কমায় একটু বেশি শীত অনুভব করছেন কলকাতাবাসী। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলায় রোদ বাড়তেই পরিষ্কার হয়ে যায় আকাশ।
মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব জোরালো হচ্ছে। এর জেরেই নামছে পারদ। তবে আগামীকাল, ৩০ জানুয়ারি তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কারণ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ফের ৩১ জানুয়ারি থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। অাগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আাবহাওয়া এমনই থাকবে বলে খবর। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টা ঘন থেকে অতিঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। বিশেষত মালদা, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। মূলত মেঘলাই থাকবে আকাশ।
Thank You for your important feedback