সুপার সানডেতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল লিগ শীর্ষে থাকা প্রথম দুই দল ম্যান ইউ ও লিভারপুল। ম্যাচ শেষে লিগ শীর্ষেই থাকল রেড ডেভিলসরা। খেলা শেষ হল গোলশূন্যভাবে। যদিও ম্যাচের প্রথম থেকেই প্রাধান্য ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তবে ১৪ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল লিভারপুল। ম্যান ইউর ডিফেন্সকে টেক্কা দিয়ে তিয়াগো পাস বাড়ান ফিরমিনহোকে। কিন্তু ব্রাজিলীয় স্ট্রাইকারের শট বাঁ পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২২ মিনিটে গোল করার সুযোগ পায় ম্যাঞ্চেস্টারও। একইভাবে আক্রমণ প্রতি-আক্রমণে সুযোগ পেয়েও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে দুই দল। ১৮ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সমসংখ্যাক ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থেকে গেল লিভারপুল।
অপরদিকে, রবিবার ইপিএলের অপর রুদ্ধশ্বাস ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারাল ম্যান সিটি। ম্যাচের প্রথমলগ্ন থেকে আক্রমণে ঝাঁপিয়ে ছিল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ২৬ ও ৬৮ মিনিটে গোল করেন জন স্টোনস। ৫৬ মিনিটে গোল করেন ইলকে। ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন রাহিম স্টার্লিং। ম্যান সিটি টানা পাঁচ ম্যাচ জয়ের পর ৩৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এল। অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল হ্যারি কেনের টটেনহ্যাম হটস্পার।
Thank You for your important feedback