কৃষি আইন বাতিলের দাবিতে এবার ধরনায় মহারাষ্ট্রের কৃষকরাও

কৃষি আইন বাতিলের দাবিতে এবার ধরনায় বসছেন মহারাষ্ট্রের কৃষকরা। সোমবার মুম্বইয়ের আজাদ ময়দানে ধরনায় বসবেন হাজার হাজার কৃষক। তাঁদের এই বিক্ষোভে সমর্থন জানিয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কংগ্রেস, শিবসেনা, বহু জন বঞ্চিত আগাড়ি (ভিবিএ) এবং বাম দলগুলি। ধরনায় উপস্থিত থাকবেন এনসিপি নেতা শরদ পওয়ার, শিবসেনার আদিত্য ঠাকরে, কংগ্রেসের বালাসাহেব থোরাট ছাড়াও বহু কৃষক ইউনিয়নের নেতা। 

শনিবার মহারাষ্ট্রের ২১টি জেলার প্রায় ১৫ হাজার কৃষক জড়ো হন নাসিকের গল্ফ ক্লাব ময়দানে। সেখান থেকে মুম্বইয়ের আজাদ ময়দানের দিকে ১৭০ কিলোমিটার পথ মিছিল করে রওনা দিয়েছেন তাঁরা। এই মিছিলের আয়োজক সংযুক্ত শ্বেতকারী কামগার মোর্চা। কৃষি আইনের বিরুদ্ধে মোর্চার এই প্রতিবাদে শামিল হয়েছে বহু রাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং নাগরিক সংগঠনও। অবস্থান থেকে রাজ্যপালের কাছে স্মারকলিপিও দেবেন তাঁরা। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post