বিশ্বের বিস্ময় লেগ স্পিনার চন্দ্রশেখর, বলেছিলেন প্রয়াত প্রাক্তন অধিনায়ক পতৌদি। চন্দ্র নাকি নিজেই জানতেন না কোন বলটা কতটা ঘুরবে। পতৌদির সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিলেন চন্দ্রশেখর। সেই চন্দ্রশেখর অসুস্থ হয়ে হাসপাতালে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। গত শুক্রবার থেকেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন, শনিবার বাড়াবাড়ি হওয়ায় বেঙ্গালুরুর এক হাসপাতালে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর বয়স ৭৫। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। শিশুকালে রোগের জন্য তাঁর ডানহাতটি কিছুটা দুর্বল হয়ে পরে। অথচ ওই হাতেই চিরকাল বল করতেন তিনি।
সোমবার তাঁকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, একটা রক্তক্ষরণের সমস্যা হয়েছিল কিন্তু আপাতত কন্ট্রোলে আনা গিয়েছে। তাঁর স্ত্রীও সেই কথাই বলেন সংবাদমাধ্যমের সামনে। আশা করা হচ্ছে বুধ বা বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে অসুস্থ চন্দ্রশেখরকে সতর্কতার মধ্যে রাখতে হবে। তাঁর খবর নিচ্ছেন চিরকালের তাঁর পার্টনাররা যথা প্রসন্ন, বেদি এবং ভেঙ্কটরাঘবন।
Thank You for your important feedback