‘অত্যন্ত কঠিন পরিস্থিতি’ টুইটে কী বোঝালেন জিতেন্দ্র?

প্রথমে বিদ্রোহ ও পদত্যাগ, পরে প্রকাশ্যে নিজের ‘ভুল’ স্বীকার করে দলে ফেরেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। কিন্তু তাতেও যে চিঁড়ে ভেজেনি সেটা বোঝা যায় কয়েকদিন পর। প্রথমে আসানসোলের পুর প্রশাসকের পদ হারান, পরে জেলা সভাপতির পদও। এমনকী নতুন জেলা কমিটিতে জিতেন্দ্র তেওয়ারির নামই রাখেনি তৃণমূল নেতৃত্ব। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ফের জল্পনা-কল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। 

এরমধ্যেই ইঙ্গিতপূর্ণ টুইট আসানসোলের প্রভাবশালী এই তৃণমূল নেতার। সোমবার সকালে তিনি টুইট করে বহুল প্রচলিত একটি আমেরিকান প্রবাদ লেখেন। তিনি লেখেন, ‘‌হোয়েন দ্য গোয়িং গেট্স টাফ, দ্য টাফ গেট গোয়িং’। অর্থাৎ, ‘পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে তখন এগিয়ে চলার জন্য নিজেকে আরও শক্ত হতে হয়’। এরপরেই রাজ্যের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন পরিস্থিতির কথা বলতে চাইছেন জিতেন্দ্র তেওয়ারি? যেখানে একদিন আগেই তিনি নতুন জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। আর মনকে শক্ত করে কোন লড়াইয়ের ইঙ্গিত দিলেন আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক? তবে কি বিজেপিতেই যোগদানের প্রস্তুতি নিচ্ছেন তিনি? রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, জিতেন্দ্রর শুভেন্দুর দিকে ঝোঁক মেনে নিতে পারছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই তাঁর ডানা ছেঁটে বার্তা দেওয়া হয়েছে। 




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post