বিয়ের বাজারে আগুন মাছ-মাংসে

বার্ড ফ্লু-র ধাক্কায় ভাবা গিয়েছিল মাংসের দাম কমবে কিন্তু আজ তার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। মাঘ মাস বাঙালি হিন্দুদের ঘরে সবচাইতে বেশি বিয়ে হয় কিন্তু বিয়েতে খাওয়াবেন কী ? ময়দা থেকে আনাজপাতি দাম তো ঊর্ধ্বমুখী কারণ দর্শানো হচ্ছে পেট্রল ডিজেলের দামকে। কিন্তু লৌকিকতা করে বিয়ের অনুষ্ঠানের তো আর নিরামিষ খাওয়ানো যায় না। সেখানে মাছ মাংস খাওয়াতেই হয়। কিন্তু মাছের বাজারে ঢুকলেই মাথায় হাত, তথৈবচ মাংসের বাজারও |

সোমবারের বাজার দর এই রকম :-

  • রুই মাছ ( গোটা ) -- ১৭০ থেকে ১৮৫ টাকা 
  • রুই মাছ ( কাটা ) -- ২০০ থেকে ২২০ 
  • কাতলা মাছ ( গোটা ) -- ২৫০
  • কাতলা মাছ ( কাটা ) -- ৩০০
  • ভেটকি মাছ -- ৪০০ - ৪৫০
  • গলদা চিংড়ি -- ৪০০ - ৪৫০ 
  • বাগদা চিংড়ি -- ৫৫০ -  ৭০০ 
  • মুরগির মাংস -- ১৩০ - ১৫০ ( দাম কমেছে)
  • খাসির মাংস -- ৬৫০- ৭২০ ( দাম বেড়েছে )

লৌকিকতার হাত থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে নিমন্ত্রণ করতে করোনা আবহ, সরকারি নির্দেশে নিমন্ত্রণ কম। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post