২৪৪ রানে অল আউট ভারত, হাফ সেঞ্চুরি পূজারার

সিডনি টেস্টে দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে হারিয়ে ৯৬ রান করেছিল ভারত। তৃতীয় দিনে অজি বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করল ভারতের ব্যাটিং লাইনআপ। ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার চেয়ে ৯৪ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ২৪৪ রানে অল আউট টিম ইন্ডিয়া।

দ্বিতীয় দিনের শেষে ৫ রান করে ক্রিজে ছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। তৃতীয় দিনের শুরুতেই কামিন্সের বলে আউট হয়ে ২২ রান করে মাঠ ছাড়লেন রাহানে। এরপর মাত্র ৪ রান করে হ্যাজেলউডের সরাসরি থ্রোয়ে রান-আউট হন হনুমা বিহারী। চেতেশ্বর পূজারা ও ঋষব পন্থের ব্যাট ভারতীয় স্কোর বোর্ডেকে এগিয়ে নিয়ে যায়। ৭০ ওভারে ১৫০ রানে গন্ডি টপকায় ভারত। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ৩৬ রান করে হ্যাজেলউডের বলে উইকেট হারান ঋষভ পন্থ। শুভমন গিলের মতোই  দুরন্ত অর্ধ শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। ১৭৬ বল খেলে ৫টি চারের সুবাদে অর্ধ শতরান পূরণ করেছেন তিনি। অর্ধশতরান করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি চেতেশ্বর পূজারাও। এরপর অজি বোলারদের দাপটে ভারতীয় কোন ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে দাড়াতে পারেননি। প্রথম ইনিংসে ২৪৪ রানে অল আউট হল ভারত। প্যাট কামিন্স  ৪টি উইকেট এবং হ্যাজেলউড দুটি ও স্টার্ক একটি উইকেট পান।    

ছবিঃ টুইটার


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post