ভোটের আগেই গোলাবাড়িতে উদ্ধার বিপুল পরিমান অস্ত্রশস্ত্র-বিস্ফোরক

বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। শুক্রবার গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) উদ্ধার করল প্রচুর গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়া গোলাবাড়ি থানা এলাকা থেকেই উদ্ধার হল বিপুল পরিমান অস্ত্রশস্ত্র। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জন বেলুরের প্রোমোটার খুনের ঘটনায় যুক্ত। 

রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পায় গোলাবাড়ি এলাকায় মজুদ হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। সেইমতো শুক্রবার রাতেই একটি বিশেষ দল হানা দেয় ওই ডেরায়। উদ্ধার হয় ১৫ কেজি বিস্ফোরক, চারটি সেভেন এমএম পিস্তল, আটটি ম্যাগাজিন এবং প্রচুর পরিমাণ কার্তুজ এবং পাঁচটি মোবাইল ফোন। ওই ডেরা থেকে দু’জনকেও হাতেনাতে ধরে পুলিশ, ধৃতদের নাম আবদুল কাদির এবং গোলাম ই ওয়ারিশ। জানা গিয়েছে আবদুল কাদিরের বাড়ি হুগলির ভদ্রেশ্বর থানা এলাকার চাঁপদানিতে। অপর অভিযুক্ত গোলাম উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। শনিবারই দুজনকে আদালতে হাজির করা হবে। তবে এই অস্ত্রভাণ্ডার কোথা থেকে এল সেটা জানতে এসটিএফ-এর গোয়েন্দারা ধৃতদের দফায় দফায় জেরা করছে। সূত্রের খবর, গত অক্টোবরে হাওড়ার বেলুরে এক প্রোমোটার খুনে জড়িত রয়েছে ধৃতরা। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। এবার এত বিপুল পরিমান অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়াতে বিরোধিদের আশঙ্কাই সত্যি প্রমানিত হল বলে দাবি ওয়াকিবহাল মহলের। 



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.