ভারতের কোভিশিল্ড পাঠানো হল ভুটানে

বুধবার সকালে ভারতে তৈরি করোনার টিকা কোভিশিল্ড পাঠানো হল ভুটানে। মু্মবইয়ে ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে টিকা নিয়ে বিমান গিয়েছে ভুটানের কাজধানী থিম্পুতে। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভুটানে দেড়লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। সিরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড প্রথম বিদেশে পাঠানো হল ভুটানেই। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে আড়াই কোটি টাকার প্যারাসিটামল, হাইড্রোক্সিক্লোরোকুইন, পিপিই, মাস্ক, এক্সরে মেশিন ভুটানে পাঠিয়েছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতে তৈরি টিকার জন্য ইতিমধ্যেই নেপাল, বাংলাদেশ, মায়নমার, মালদ্বীপ, সিচিলিস থেকে অনুরোধ এসেছে। শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিশাসে টিকা পাঠানোর বিষয়টিও দেখা হচ্ছে। 

তবে দেশে টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। মুম্বইয়ে লক্ষ্যমাত্রা ৫০ ভাগই পূরণ হয়েছে। তার কারণ কেন্দ্রের কোউইন অ্যাপের গোলযোগ। এই গোলমালের জন্যই আগে দুদিন বন্ধ রাখা হয়েছিল টিকাকরণ। মঙ্গলবার তা শুরু হলে নির্দিষ্ট ৩,২০০ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে টিকা নেন ১,৫৯৭ জন। প্রথম দিনে নির্দিষ্ট ১০০ জনের মধ্যে কোভ্যাক্সিন নিয়েছিলেন মাত্র ৩৯ জন স্বাস্থ্যকর্মী। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post