আজ ফের বৈঠকে কেন্দ্র-কৃষকরা

বুধবার ফের বৈঠকে বসছে কেন্দ্র ও কৃষক সংগঠনগুলি। এটি দশম বৈঠক। আগে ন'টি বৈঠক ভেস্তে গিয়েছে। কৃষি আইন বাতিলের দাবিতে এখনও চূড়ান্ত অনড় কৃষকরা। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির কাছে তাঁরা যাবেন না বলে ঘোষণা করেছেন। পাশাপাশি, প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিল করতে বদ্ধপরিকর কৃষকরা। সরকারের তরফে এই মিছিল বন্ধ করার আর্জি জানানো হলেও তাতে সাড়া দেয়নি সু্প্রিম কোর্ট। তারা দিল্লি পুলিশকেই সিদ্ধান্ত নিতে বলেছে। ওইদিন দিল্লির আউটার রিং রোডে শান্তিপূর্ণ ট্র্যাক্টর মিছিল হবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। 

ইতিমধ্যেই পাঞ্জাবের গ্রামে গ্রামে শুরু হয়ে গিয়েছে ট্র্যাক্টর মিছিল। ২৩-২৪ জানুয়ারি তারা দিল্লির দিকে রওনা দেবে। শুধু পাঞ্জাব থেকেই ২৫ হাজার ট্র্যাক্টর আসবে বলে সংগঠকদের দাবি।  কংগ্রেসের তরফে কেন্দ্রের ঔদ্ধত্যকে ৭০ জন চাষির মৃত্যুর কারণ বলে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে, শীর্ষ আদালত নিযুক্ত কমিটি জানিয়েছে, তারা তাদের ব্যক্তিগত মতামত সরিয়ে রাখবেন। তারা খোলা মন নিয়ে সবরা সঙ্গে কথা বলবেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post