৩৩৬ রানে অলআউট ভারত, অস্ট্রেলিয়ার লিড ৫৪ রান

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনেই অলআউট ভারত। ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার থেকে ৩৩ রানে পিছিয়ে থেকে ৩৩৬ রানেই শেষ হল ভারতের প্রথম ইনিংস।  দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর  ২১ রান। ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ারনার (২১) ও মারকাস হ্যারিস (১)। অস্ট্রেলিয়ার লিড ৫৪ রানের। ভারতের হয়ে বড় রান করলেন ওয়াশিংটন সুন্দর (৬২) এবং শার্দুল ঠাকুর (৬৭)। মূলত এই দুই টেল এন্ডারের দাপটেই অস্ট্রেলিয়াকে যোগ্য জবাব দিল ভারত।


তৃতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধঘন্টা আগে। দিনের শুরুতেই চেতশ্বর পুজারা (২৫) আউট হয়ে যান।  ৫৫ ওভারে ভারত তাদের চতুর্থ উইকেট হারায়। অধিনায়ক অজিঙ্কা রাহানে স্টার্কের বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফেরেন।৩টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ৩৭ রান করে আউট হন রাহানে। তরুণ ব্যাটসম্যন মায়াঙ্ক আগারওয়াল ও ঋষভ পন্থ এগিয়ে নিয়ে যাচ্ছিল ভারতের স্কোরবোর্ড। কিন্তু ৬০ ওভারের মাথায় মায়াঙ্কের (৩৮) উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। তাঁর পরই হ্যাজেলউডের বলে আউট হন ঋষভ (২৩)। অবশ্য ভালো রান করলেন শার্দুল ঠাকুর (৬৭)। তিনি চোট আঘাতে জর্জরিত দলে সুযোগ পেয়েই তা কাজে লাগালেন।  
 দ্বিতীয় দিনের শুরুতেই শেষ হয়েছিল অস্ট্রেলিয়া প্রথম ইনিংস। ভারতীয় পেসারদের দাপটে বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি অজি ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নস লাবুসানে ২০৪ বলে ৯টি চারের সুবাদে শতরান করেছেন। এছাড়া অজি অধিনায়ক টিম পেইনও ১০৪ বলে ছয়টি চারের সুবাদে অর্ধশতরান  করে  শার্দুল ঠাকুরের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েছিলেন। টি নটরাজন, শার্দুল ঠাকুর , ওয়শিংটন সুন্দর ৩টি করে উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.