গাব্বায় প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ২৭৪/৫

গাব্বায় প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান পাঁচ উইকেট হারিয়ে ২৭৪। বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক টিম পেইন। দুর্বল ভারতীয় বোলিংয়ের সুযোগ নিয়ে অজি ব্যাটসম্যানরা প্রথম দিনেই কার্যত চালকের আসনে। গাব্বা টেস্টের প্রথম দিনের শেষে ৮৭ ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন অজি অধিনায়ক টিম পেইন (৩৮) ও ক্যামেরূন গ্রিন (২৮)।

গাব্বা টেস্টের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে হোঁচট খেয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে আউট করে ভারতকে সাফল্য এনে দেন মহম্মদ সিরাজ। তিনি ৪ বলে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। নবম ওভারেই দ্বিতীয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস ২৩ বলে ৫ রান করে শার্দুল ঠাকুরের বলে উইকেট হারান। তবে ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিলেন মার্নাস লাবুসানে। ২০৪ বলে ৯টি চারের সুবাদে শতরান করলেন তিনি। তবে ৬৫ ওভারে নটরাজনের শেষ বলে উইকেটকিপার ঋষভ পন্থের হাতে ধরা পড়লেন তিনি, ততক্ষণে অনেকটাই ভালো অবস্থায় অস্ট্রেলিয়া। লাঞ্চের পরবর্তী সময়ে স্টিভ স্মিথকে আউট করে সাফল্য এনে দেয় টেস্টে অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর। স্মিথ ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে রোহিত শর্মার হাতে ধরা পড়েন। ম্যাথু ওয়েড ৬টি বাউন্ডারি সুবাদে ৮৭ বলে ৪৫ রান করে টি নটরাজনের বলে আইট হয়ে প্যাভিলনে ফেরেন।    যদিও বিসব্রেন টেস্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার দল ঘোষণা করেনি ভারত। অশ্বিন, বুমরাকে বাইরে রেখেই অজিঙ্কা রাহানের নেতৃত্বে চতুর্থ টেস্টের দল সাজিয়েছিল ভারত। তাতেই বাজিমাত করল টিম ইন্ডিয়া অভিষেক ম্যাচের প্রথম দিনেই জোড়া উইকেট পেলেন টি নটরাজন। ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট পান।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.