আলিপুরদুয়ারে উদ্ধার জখম চিতা

আলিপুরদুয়ারের দলমোড় চা বাগানের ভিতর একটি নালা থেকে উদ্ধার হল এক জখম চিতা। বন দফতর সূত্রে জানা গিয়েছে সেটি বাঘিনী, বয়স বছর দেড়েক। বুধবার গভীর রাতে ওই আহত লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। স্থানীয়রাই সেটি দেখতে পেয়ে খবর দেয় বন বিভাগে। এরপরই সেটি উদ্ধার করে নিয়ে আসা হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে আহত চিতাটির। তবে ঠিক কি কারণে ওই চিতাটি জখম হয়েছে সেটা স্পষ্ট নয়। তাঁর গভীর ক্ষত রয়েছে চোখে। 

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আপাতত সুস্থ করে তোলার চেষ্টা করছেন বন দফতরের পশু চিকিৎসকরা। সুস্থ হওয়ার পর চিতাটিকে ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। তবে স্থানীয় মানুষজনের দাবি, এই অঞ্চলে প্রায়ই চিতা ও হাতির মৃত্যু হচ্ছে। চোরা শিকারীদের দৌঁড়াত্মেই এই ঘটনা কিনা সেটা খতিয়ে দেখার দাবি উঠছে।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post