আইএসএলঃ মুম্বইয়ের জয়রথ থামিয়ে দিল খালিদ জামিলের নর্থইস্ট

শনিবার আইএসএলের মেগা ম্যাচে মুম্বই সিটি এফসির বিজয়রথ থামিয়ে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। কোচ সার্জিও লোবেরার অপরাজেয় দলকে ১-২ গোলে হারিয়ে চমক দিল পাহাড়ি দলটি। যদিও ম্যাচ হেরেও লিগ শীর্ষেই থাকল মুম্বই। আইএসএলের প্রথম পর্বে নর্থইস্টের কাছেই মুম্বইয়ের জয়যাত্রা থেমে গিয়েছিল। জেরার্ড নাসকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ খালিদ জামিলকে দায়িত্ব দেওয়ার পর এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল নর্থ-ইস্ট ইউনাইটেড। সেইসঙ্গে হায়দরাবাদকে টপকে লিগ টেবিলে চার নম্বরে উঠে এল তাঁরা।  


ম্যাচের প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। পঞ্চম মিনিটে লুইস মাচাদোর দূরপাল্লার শট অরমিন্দর দুরন্ত সেভ করলেও বিপদ কাটেনি মুম্বই বক্সে। ডানদিক থেকে দর্জির বাড়ানো বল অক্ষরিত থেকেই পৌঁছায় ব্রাউনের পায়ে। সেখান থেকেই শট নিয়ে ৬ মিনিটে নর্থইস্টকে এগিয়ে দেন জামাইকান স্ট্রাইকার। প্রথম গোলের রেশ কাটার আগেই ১০ মিনিটের মাথায় ব্রাউন তাঁর দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২০ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ চলে এসেছিল তাঁর কাছে। তবে গোল করতে ব্যর্থ হয়। প্রথমার্ধে সেইভাবে আক্রমণ হেনেও গোলের দরজা খুলতে পারেনি মুম্বই সিটি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল ব্যবধান কমানোর চেষ্টা করলেও, নর্থইস্টের বক্স গিয়ে হারিয়ে গিয়েছিল ওগবেচেরা। উপায় না দেখে শেষ পনেরো মিনিটে আক্রমণে আরও চাপ বাড়ায় মুম্বই। ৮৫ মিনিটে মুম্বইয়ের একমাত্র সান্তনা গোলটি করেন অ্যাডাম লে ফন্ড্রে। ম্যাচ শেষ হয় ২-১ গোলে। ম্যাচ শেষে ৩০ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষেই থাকল মুম্বই সিটি এফসি। অন্যদিকে ম্যাচ জিতে হায়দরাবাদকে চার নম্বরে উঠে এল নর্থইস্ট।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post