শনিবার ইংলিশ প্রমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল লিগ
টেবিলের শেষ দল শেফিল্ড ইউনাইটেড এবং লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটি।
এদিনের ম্যাচে শেফিল্ডকে ১-০ গোলে হারিয়ে লিগ শীর্ষেই থাকল পেপ
গুয়ার্দিওলার ম্যান সিটি। তবে এই ম্যাচেকে ঘিরে ছিল বেশ উত্তেজনা। কারণ গত
বুধবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে চমক দিয়েছিল লাস্টবয়
শেফিল্ড।
গত ম্যাচে ওয়েস্ট ব্রমকে ৫-০ গোলে হারানোর পর থেকেই দুরন্ত
ফর্মে রয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। তাই এদিনের প্রথম থেকেই দাপট ছিল
তাঁদের। ম্যাচের শুরুতেই গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় ম্যান সিটি।
যদিও দ্বিতীয়ার্ধে আর কোন দলই গোলের দরজা খুলতে পারেনি। ম্যাচ জিতে ৪৪
পয়েন্ট পেল ম্যান সিটি। ইপিএলের অপর ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল
ম্যান ইউ। ম্যাচ শেষ হয় গোল শূন্য ভাবেই। ম্যাচ ড্র করে ৪১ পয়েন্ট পেয়ে লিগ
টেবিলরে দ্বিতীয়স্থানে রয়েছে ম্যান ইউ। অপরদিকে আর্সেনাল ২১ ম্যাচে ৩১
পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে।সাউদ্যাম্পটনকে ১-০ গোলে হারাল অ্যাস্টন
ভিলা।
EPL আপডেটঃ জিতে লিগ শীর্ষেই থাকল ম্যান সিটি
0
January 31, 2021
Tags
Thank You for your important feedback