বক্তৃতার আগে 'জয় শ্রীরাম', বক্তৃতা করলেন না 'অপমানিত' মমতা

এক মঞ্চে মোদি-মমতা-ধনকড়। সংঘাতের আবহে এমন একটি বিরল দৃশ্যের দিকেই নজর ছিল সবার। কিন্তু তাল কাটল সেই মঞ্চেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার আগে দর্শকদের মধ্য থেকে স্লোগান ওঠে 'জয় শ্রীরাম'। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বক্তৃতা করে দেন। তিনি বলেন, সরকারি অনুষ্ঠানের একটা মর্যাদা থাকা উচিত। তাঁকে আমন্ত্রণ করায় তিনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কাউকে আমন্ত্রিত করে বেইজ্জত করা উচিত নয়। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে আমন্ত্রণ করে এইভাবে কাউকে অসম্মান করা উচিত নয়। সরকারি অনুষ্ঠান রাজনৈতিক বা ধর্মীয় দলের অনুষ্ঠান নয়। তাই তিনি বলছেন না। জয় হিন্দ, জয় বাংলা বলে তিনি বসে পড়েন। পরাক্রম দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ছোটোদের গলায় গান দিয়ে। এছাড়া সঙ্গীত পরিবেশন করলেন উষা উত্থুপ ও পাপন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post