নেতাজির পথে আত্মনির্ভর হতে হবে, বললেন মোদি

নেতাজির জন্মদিনে আত্মনির্ভর ভারতের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসে মোদি বলেন, আজ দেশের কাছে উদ্দেশ্য ও  শক্তি রয়েছে। পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে আত্ননির্ভর বানাতে হবে। দুনিয়ার জন্য উচ্চমানের পণ্য তৈরি করতে হবে। এমন কোনও শক্তি নেই, ১৩০ কোটি দেশবাসীকে আত্মনির্ভর ভারত তৈরিতে বাধা দিতে পারে। সেইসঙ্গে সোনার বাংলা গড়ার কথাও বলেন তিনি। প্রধানন্ত্রীর বক্তব্যে উঠে এল বাংলার একাধিক মণীষীর সঙ্গে নিলেন অনুকূল চন্দ্র, হরিচাঁদ ঠাকুরের নাম।
মোদি বলেন, ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম তাঁর কানে আসতেই শক্তি পেতেন। আজকের দিনেই নেতাজি সুভাষের জন্ম হয়নি, আত্মগৌরবের জন্ম হয়েছিল। নেতাজি দেশের বাইরে ভারতীয় সমর্থকদের একজোট করতে চেয়েছিলেন। মোদি জানান, হাওড়া-কালকা মেলের নাম করা হয়েছে নেতাজি এক্সপ্রেস। প্রতিবছর এবার থেকে নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। ২০১৮ সালে আন্দামান, নিকোবর দ্বীপকে স্বাধীন ও স্বরাজ করা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন আইএনএ-র সেনানীরা। অনুষ্ঠানের পর নেতাজির জীবন নিয়ে তৈরি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেন উপস্থিত ভিআইপিরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post