মাঝপথে ছাঁটাই নর্থইস্টের কোচ, দায়িত্বে এলেন খালিদ জামিল

চলতি আইএসএলে একেবারেই ভালো খেলতে পারছে না নর্থইস্ট ইউনাইটেড এফসি। টানা সাত ম্যাচে জয় অধরা জন আব্রাহামের  দলের। এই ব্যর্থতার ফলে আইএসএলের মাঝপথেই ছাঁটাই করা হল নর্থইস্ট ইউনাইটেডের হেড কোচ জেরার্ড নাসকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল ভারতীয় কোচ খালিদ জামিলকে। মঙ্গলবার বেঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচে  ১-১ ড্রয়ের পরই  বাদ দেওয়া হল গিয়ার্ড নাসকে। মজার বিষয় হল এর আগে বেঙ্গালুরুর কোচকেও ছেঁটে ফেলা হয়েছিল চলতি আইএসএলের মাঝপছে। উল্লেখ্য এই মরশুমের শুরুতেই জেরার্ড নাসকে কোচের পদে বসিয়েছিল নর্থইস্টের  ম্যানেজমেন্ট। চলতি আইএসএলে নর্থইস্ট ১১টি ম্যাচ খেলে মাত্র ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম নম্বরে রয়েছে।

  খালিদ জামিল নর্থইস্টের হয়ে চলতি আইএসএলের বাকি ম্যাচের জন্য দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। নর্থইস্ট কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতে জানানো হয়, জেরার্ড নাসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। যদিও নাসের প্রশিক্ষণে আইএসএলের শুরুটা ভালোই করেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। প্রথম ম্যাচেই মুম্বইকে হারায় তাঁরা। এরপর ইস্টবেঙ্গলকেও হারায় নর্থইস্ট। কিন্ত এরপরই তাদের পারফরম্যান্সের খারাপ হতে থাকে তাঁদের। শেষ সাতটি ম্যাচের একটিতেও জয় পায়নি জন আব্রাহামের দল। নর্থইস্টের কাছে নতুন কিছু নয়  গত মরশুমেই মাঝপথে ছেঁটে ফেলা হয়েছিল হেড কোচ রবার্ট জার্নিকে, শেষ তিন ম্যাচের জন্য কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল এই খালিদ জামিলকেই।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post