মঙ্গলবারই ব্রিসবেনে পৌঁছেছে টিম ইন্ডিয়া। তারপর থেকে ব্রিসবেনের হোটেলে এমনিতেই জেলবন্দিদের মতো দিন কাটছিল রাহানেদের। সেই হোটেলটি খুবই নিম্নমানের বলেও অভিযোগ তুলেছিল ভারতীয় দলের ম্যানেজমেন্ট। এবার নতুন সমস্যার সম্মুখীন হতে হল টিম ইন্ডিয়াকে। রাহানেরা যে হোটেলে রয়েছে তার পাশের হোটেলেই ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে। যা বেশ উদ্বেগের বিষয়। তাই কড়াকড়ি করা হয়েছে টিম ইন্ডিয়ার জৈব সুরক্ষা বলয়কে ।
শুক্রবার থেকেই কঠোর লকডাউন ঘোষণা করেছে ব্রিসব্রেন প্রশাসন। ঠিক পাশের হোটেলে নতুন করোনা স্ট্রেনের হদিশ পাওয়া নিয়ে উদ্বেগে বেড়েছে টিম ইন্ডিয়ার সদস্যদের মধ্যে। এমনিতেই কোভিড প্রোটোকল শিথিল করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআইয়ের মধ্যে টানাপোড়েন চলছিল। সিডনি টেস্টের আগে থেকেই ব্রিসবেনে কড়া কোয়ারেন্টিন নিয়ে আপত্তি ছিল টিম ইন্ডিয়ার। কিন্ত যা পরিস্থিতি আগামী কয়েকদিন ঘরবন্দি থাকতেই হবে রাহানে-অশ্বিনদের। তাতেও সংক্রমণের ভয় কাটছে না। ১৫ জানুয়ারি থেকে গাব্বায় শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। যদিও ওই টেস্টে পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের আগাম অনুমতি দিয়েছে সেখানকার সরকার।
Thank You for your important feedback