আমফান ত্রাণ মামলায় ধাক্কা রাজ্যের, CAG-কে সহযোগিতা করার নির্দেশ

আমফান ত্রাণ মামলায় বড়সড় ধাক্কা রাজ্যের। বুধবার আমফান ত্রাণ দুর্নীতি নিয়ে CAG তদন্তের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। এদিনের রায়ে আদালত সাফ জানিয়ে দেয়, আমফান দুর্নীতির তদন্ত করবে কেন্দ্রীয় হিসাব রক্ষক সংস্থা (CAG)। আর এক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে সমস্তরকম সহযোগিতা করতে হবে রাজ্য সরকারকে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহযোগিতা করার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে সরকারের বিরুদ্ধে। অভিযোগ, ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থ নয়ছয় করা হয়েছে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট গত ১ ডিসেম্বর ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করার নির্দেশ দেয়। 

এই নির্দেশের পরই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। এরপর পুনরায় গত ৬ জানুয়ারি মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বুধবার সেই মামলার শুনানি হয় ছিল। এদিন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়, ভোটের আগে এই ঘটনার তদন্তের জন্য কাউকে সহযোগিতা করা সম্ভব নয়। মার্চ মাসে আর্থিক বর্ষ শেষ হচ্ছে, ফলে তার আগে ক্ষতিগ্রস্তদের ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, তদন্তের জন্য রাজ্যের কাছে এই সমস্ত সার্টিফিকেট চেয়েছিল CAG। এরপরই হাইকোর্ট জানায়, সার্টিফিকেট ছাড়াই এই ঘটনার তদন্ত করবে CAG। তবে এর বাইরেও সব সাহায্য করতে বাধ্য রাজ্য সরকার। তিন মাসের মধ্যে না হলেও তদন্তে যাতে খুব বেশি সময় না নেওয়া হয়, সে বিষয়ে  তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের অভিমত, বিধানসভা ভোটের আগে এই রায় বিরোধীদের বাড়তি অক্সিজেন দিল। কারণ আমফান ত্রাণ দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিজেপি সহ কংগ্রেস ও সিপিএম। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post