দীনেশ কার্তিককে কি পাকাপাকি ছেড়ে দিচ্ছে কেকেআর?

আগামী আইপিএলের আগেই কলকাতা নাইট রাইডার্স (KKR) দীনেশ কার্তিককে ছেড়ে দিতে পারে। সূত্রের খবর, আগামী ২১ জানুয়ারির মধ্যে ক্রিকেটার ছাড়ার তালিকা জানাতে হবে সব ফ্র্যাঞ্চাইজিকে। সেইমতো বাতিল ক্রিকেটারদের তালিকা তৈরি করছে কেকেআর কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, দীনেশ কার্তিক ছাড়াও কুলদীপ যাদব এবং প্যাট কামিন্সের নাম নিয়েও ভাবনাচিন্তা করছে কেকেআর। তাঁদেরও ছেড়ে দেওয়া হতে পারে। 

দীনেশ কার্তিককে ২০১৮ সালের অকশনে বিশাল অর্থের বিনিময়ে কিনেছিল নাইট রাইডার্স। সেবছর প্লে অফে তুললেও, পরের দু’বছর মেগা ফ্লপ কার্তিক। অধিনায়ক হিসেবে যেমন দলকেও গ্রুপ স্টেজের ওপরে ওঠাতে পারেনি, ব্যাটেও রান ছিল না। ২০২০ সালের আইপিএলের মাঝপথেই কার্তিককে অধিনায়কের পদ থেকে অপসারিত করে কেকেআর। তাঁর জায়গায় ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করা হয়। কুলদীপ যাবদ ২০১৪ সাল থেকে রয়েছেন কলকাতার দলে। ২০১৯ থেকেই খারাপ ফর্মে এই চ্যায়নাম্যান বোলার। প্যাট কামিন্সও এবারের আইপিএসে সুপার ফ্লপ। তাই তাঁকেও ছেড়ে দিতে পারে বলে জানা যাচ্ছে। কামিন্সকে রেকর্ড দামে গত বছরই কিনেছিল কেকেআর। তাঁকে ছেড়ে দিলে ১৫ কোটি টাকা হাতে চলে আসবে কলকাতার। অপরদিকে কার্তিক ও কুলদীপকে ছাড়লে আরও ১৩ কোটি আসবে। ফলে আগামী মরশুমের জন্য ভালো টাকা নিয়ে অকশনে বসতে পারবে কেকেআর। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.