বিশ্বভারতীর অধ্যাপক সাসপেন্ড, প্রতিবাদে বাম ছাত্র সংগঠন

শুক্রবার বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। এই শিক্ষাকেন্দ্রের দায়িত্বে কেন্দ্রীয় সরকার। সাসপেনশনের কারণ দর্শানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার। আজ দিনভর এই ঘটনার প্রতিবাদে বিশ্বভারতীর মূল ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বাম সংগঠনগুলি যথা এসএফআই এবং রাইট টু এডুকেশন ফোরাম। তাদের বক্তব্য, প্রতিষ্ঠানকে গৈরিকীকরণ করা হচ্ছে এবং দুর্নীতির চরমে রয়েছে প্রধানরা। তাদের ইঙ্গিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে।

তাদের দাবি, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য সুশৃক্ষল এবং সুশিক্ষক তাঁকে অবিলম্বে স্বপদে ফিরিয়ে নিতে হবে। যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হচ্ছে, ছাত্র সংগঠন ততক্ষন আন্দোলন চালিয়ে যাবে। যাদের সাথে সুর মিলিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষক সমিতি এবং দেশ বিদেশের ৫০০-র বেশি অধ্যাপক এই সাস্পেন্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাঁদেরও দাবি, অধ্যাপক ভট্টাচার্যকে অবিলম্বে ফিরিয়ে নেওয়া হোক।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.