আটমাসে দেশে সবথেকে কম করোনা সংক্রমণ

দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা গত আটমাসে সবথেকে কম হল মঙ্গলবার। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৭ জনের। আক্রান্ত হয়েছেন আরও ৯,১০২ জন। মোট আক্রান্ত এখন ১,০৬,৭৬,৮৩৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,০৩,৪৫,৯৮৫ জন। অ্যাক্টিভ কেস টানা ৬ দিন ২ লাখের কম, ১,৭৭,২৬৬টি। সুস্থতার হার এখন ৯৬.৮৩ জন।

মৃত্যুর হার এখন ১.৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৪৫ জন, কেরলে ২০ জন, ৯ জন দিল্লিতে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে ৮ জন করে। দেশে মোট মৃত এখন ১,৫৩,৪৭০ জন। পশ্চিমবঙ্গে মোট মৃত ৮,৬১৭ জন। মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৯ কোটি ২৩ লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, মৃতদের ৭০ ভাগেরই কোমর্বিডিটি ছিল। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post