গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে লিগ শীর্ষে যাওয়ার দৌঁড়ে পিছিয়ে পড়েছে এটিকে-মোহনবাগান। স্প্যানিশ কোচ অ্যান্থোনিও লোপেজ হাবাসের তুরুফের তাস রয় কৃষ্ণ রয়েছে অফফর্মে। তার মধ্যেই ওডিশা এফসি থেকে লোনে এটিকে-মোহনবাগানে এলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মায়েস্ত্রো মার্সেলিনহো। বৃহস্পতিবার তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে। আর সমস্ত পরীক্ষাই সফলভাবে পাশ করেছেন মার্সেলিনহো। ফলে আলাদা করে কোনও কোয়ারেন্টাইনে থাকতে হবে না মার্সেলিনহোকে। আদতে ওডিশা এফসি দলের জৈবসুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন এই ব্রাজিলিয় স্ট্রাইকার।
শুক্রবার থেকেই অনুশীলনে নামলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। সঙ্গে ছিলেন রয় কৃষ্ণ, জার্ভি হার্নান্ডেজরা। দুই ম্যাচ আগে গোড়ালিতে চোট পেয়েছিলেন এডু গার্সিয়া। জানা গিয়েছিল তিনি দুই থেকে আড়াই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। কিন্তু গোড়ালির চোট আরও বাড়ার ফলে মাঠের বাইরে আরও তিন সপ্তাহ থাকতে হতে পারে স্প্যানিশ ফুটবলারকে। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামছে এটিকে-মোহনবাগান। ফলে এডুর জায়গাতে মার্সেলিনহোকে মাঠে নামাতে চাইছেন এটিকে-মোহনবাগানের হেড কোচ হাবাস। সেই কারণেই দলে যোগ দেওযার প্রথম দিন থেকেই অনুশীলনে নামিয়েছে মায়েস্ত্রো মার্সেলিনহো।
Thank You for your important feedback