সিডনিতে চোখের জলে ভাসলেন সিরাজ

সিডনির টেস্টের আগে জাতীয় সঙ্গীতের সময় আবেগে ভাসলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। দুহাত দিয়ে চোখের জল মুছতে দেখা গেল তাঁকে। দেশের হয়ে খেলাটা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। মেলবোর্ন টেস্ট চলাকালীন বাবার মৃত্যু সংবাদ পেয়েও দেশে ফেরেননি তিনি। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই চোট পেয়ে সিরিজ থেকে বাদ পড়েছিলেন মহম্মদ শামি। তাঁর বদলেই মেলবোর্নের বক্সিং ডে টেস্টে জায়গা পেয়েছিলেন মহম্মদ সিরাজ। সেই টেস্টে তিনি ৫ উইকেট পেয়েছেন। যথারীতি সিডনি টেস্টের দায়িত্ব তাঁর ওপরই। ক্রিজে বোলিংয়ে তাঁর সঙ্গী হলেন যশপ্রীত বুমরা। সিরিজের তৃতীয় টেস্টের নামার আগেই জাতীয় সঙ্গীতের সময় চোখে জল এল তাঁর। সিডনিতে বল করতে নেমেই চতুর্থ ওভারে ডেভিড ওয়ার্নারের মূল্যবান উইকেট তুলে নিয়ে সিরাজই প্রথম সাফল্য এনে দেন ভারতকে। 

সিরাজ স্পষ্ট জানিয়েছিলেন যে, তাঁর বাবার একমাত্র স্বপ্ন ছেলে দেশের হয়ে খেলতে নামুক। তাই টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করে বাবার স্পপ্নপূরণ করতে চেয়েছিলেন তিনি। মেলবোর্নে টেস্ট অভিষেক হওয়ার পর সিরাজ প্রয়াত পিতার সেই স্বপ্নপূরণ করেছেন। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.