সিডনিতে দ্বিতীয়বার বর্ণবৈষম্যের শিকার হলেন সিরাজ

 


বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনে অভিযোগ উঠছিল বর্ণবৈষম্যর।  সিডনি ক্রিকেট গ্রাইন্ডের দর্শকাসন থেকে ভারতীয় পেসার বুমরা ও মহম্মদ সিরাজের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করা হয়েছিল বলে দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখিতভাবে অভিযোগ জানায় আইসসিসি ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে। এরপরও সিডনি টেস্টের চতুর্থ দিনেও একই ঘটনা ঘটল। 

চা বিরতির ঠিক আগেই ফের একবার দর্শকদের হেনস্থার মুখে পড়তে হল মহম্মদ সিরাজকে। এরপরই টিম ইন্ডিয়ার তরফে এই নিয়ে ম্যাচ আম্পায়ারকে অভিযোগ জানানো হয়। পুরো ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন তরুণ পেসার মহম্মদ সিরাজ। অভিযোগ পেয়েই দুই আম্পায়ার বাউন্ডারি লাইনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। সিরাজও কয়েকজনকে চিহ্নিত করেন গ্যালারির দিকে নির্দেশ করে। সঙ্গে সঙ্গেই ওয়েলেসের পুলিশ কর্মীরা ৬ জনকে চিহ্নিত করে স্টেডিয়াম থেকে বের করে দেয়। এই ঘটনার জন্য ৮ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ রাখা হয়েছিল। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এমন আচরণের জন্য অভিযুক্ত দর্শকদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post