কোনও রাজনৈতিক দল ঘেঁষা নই, অমিত সাক্ষাতের পর জানালেন ধনকড়

রাজ্যপাল জগদীপ ধনকড় শনিবার বিকেলে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। মূলত বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। উল্লেখ্য, অমিত শাহ-ই রাজ্যপালকে দিল্লিতে তলব করেছিলেন। সূত্রের খবর, অমিত শাহর কাছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রায় ঘন্টাখানেক আলোচনা হয় দুজনের মধ্যে। এরপর বাইরে এসে সাংবাদিক বৈঠকও করেন রাজ্যপাল। সেখানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলেই কোনও রাজনৈতিক দল ঘেঁষা নন। কোন রাজনৈতিক দল কী করছে, তা নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই। 

তিনি স্রেফ রাজ্যের নিরাপত্তা, আইনশৃঙ্খলা আর রাজ্যবাসীর সুবিধা-অসুবিধা নিয়েই চিন্তিত। তিনি আরও দাবি করেন, রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার ফলে তাঁর দায়িত্ব রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা। এবং তিনি সেটাই করার চেষ্টা করছেন বলে জানিয়ে দেন রাজ্যপাল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বাংলার রাজ্যপালের সাক্ষাৎ ঘিরে বঙ্গ রাজনীতিতে কৌতুহল তৈরি হয়েছে। কারণ বিগত সময়ে বারবার রাজ্য-রাজ্যপাল সংঘাত দেখা দিয়েছে বিভিন্ন ইস্যুতে। এমনকি রাজ্যপালও বারেবারে বিবৃতি দিয়ে রাজ্য সরকার, প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাজের সমালোচনা করে এসেছেন। ফলে তিনি যে বেশ কড়া রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এলেন এই ব্যাপারে নিশ্চিন্ত রাজনৈতিক মহলের একাংশ। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.