ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ মোহনবাগান সমর্থকদের

সোশাল মিডিয়ার প্রতিবাদের ঝড় এবার কলকাতার রাস্তায়। প্রথমে মোহনবাগান ক্লাব পরে ধর্মতলার সিইএসসির হেড অফিস ভিক্টোরিয়া হাউসের সামনে ‘Remove ATK’ ব্যানার দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এটিকে-মোহনবাগানের সমর্থকরা। চলতি মরশুমের আইএসএলের ম্যাচে এটিকে মোহনবাগানের তৃতীয় জার্সি ব্যবহারের প্রতিবাদেই বিক্ষোভ দেখান সমর্থকরা। 

একইসঙ্গে মোহনবাগানের নামের আগে এটিকে নাম যুক্ত হওয়ায় খুশি ছিলেন না সমর্থকদের একাংশ। তাই তাঁদের দাবি, সংযুক্তিকরণ নয়, আগামী মরশুম থেকে শুধুমাত্র মোহনবাগান নামে আইএসএল খেলতে হবে। একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, যে কালো জার্সি পরে এটিকে-মোহনবাগান দল খেলতে নেমেছিল, তা গত মরশুমের এটিকের অ্যাওয়ে জার্সি ছিল। তাই এদিন তাঁরা স্লোগান তোলেন, ‘এটিকে নাম মুছতে হবে, নইলে গদি ছাড়তে হবে’। এখানেই অবশ্য তাঁরা থামতে রাজি নন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন মেরিনার্সরা।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post