নিষ্ফলা নবম বৈঠক, কেন্দ্র-কৃষক ফের আলোচনা ১৯ জানুয়ারি

দুপক্ষই অনড়। পাঁচ ঘণ্টা চলার পর ফের ভেস্তে গেল বৈঠক। শুক্রবার নবম বৈঠকের পর আবার কেন্দ্র-কৃষক বৈঠক হবে ১৯ জানুয়ারি। সরকারের তরফে এদিন কৃষকদের আরও নমনীয় হতে বলা হয়েছে। আইন বাতিল না করে সংষোধন করতে তারা রাজি। অন্যদিকে, কৃষকরা জানিয়েছেন, তিনটি কৃষি আইন বাতিলের দাবি থেকে তাঁরা সরবেন না।  

বৈঠকের পর কৃষক নেতারা জানিয়েছেন, তাঁরা আন্দোলনের সমর্থক ট্রাক ব্যবসায়ীদের ওপর এনআইএ-র হয়রানি বন্ধ করার কথাও বলেছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এনিয়ে ১১ জানুয়ারি ৪ সদস্যের যে কমিটি তৈরি করে দিয়েছে, ইতিমধ্যেই সেই কমিটি থেকে সরে গিয়েছেন ভূপিন্দর সিং মান। বাকি সদস্যরা এদিনই নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠক করবেন। শীর্ষ আদালত ১০ দিনের মধ্যে তাদের বৈঠক শুরু করার নির্দেশ দিয়েছে। শনিবার দিল্লিতে সেই বৈঠক হতে পারে। এই কমিটির সদস্যরা সবাই কৃষি আইনের সোচ্চার সমর্থক। ভূপিন্দর সিং মান ছাড়া বাকিরা কমিটিতে থাকছেন বলেই জানিয়েছেন। প্রয়োজনে তাঁরা কৃষকদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন। ২ মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কৃষকদের দাবি, চাষিদের স্বার্থে বাকি সদস্যরাও সরে দাঁড়ান। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.