এবার প্রজাতন্ত্র দিবসে নেই বিদেশি রাষ্ট্রপ্রধান

বহু বছর পর এবার প্রজাতন্ত্র দিবসে কোনও প্রধান অতিথি নেই। কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানকে এবার আমন্ত্রণ জানানো হচ্ছে না। বিদেশমন্ত্রক জানিয়েছে, করোনা পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত। এর আগে এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। তিনি তাঁর দেশে করোনা সংক্রমণ বাড়ায় সফর বাতিল করেছেন। এর আগে ১৯৬৬ সালে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এবং বিজ্ঞানী হোমি ভাবার বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর পিছিয়ে গিয়েছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ১৯৫২, ১৯৫৩ এবং ১৯৬৬ সাল বাদ দিয়ে প্রতিবছরই কুচকাওয়াজে কোনও না কোনও রাষ্ট্রপ্রধান প্রধান অতিথি হয়ে এসেছেন। গতবছর প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলোসোনারো। ২০১৮ সালে একসঙ্গে হাজির ছিলেন ১৮টি দেশের প্রধান।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post