সংসদের ক্যান্টিনে বন্ধ ভর্তুকি, আমিষ বুফে এবার ৭০০ টাকা

আর সস্তায় খাবার নয়, এবার থেকে সংসদের ক্যান্টিনে গাঁটের কড়ি গুণে খেতে হবে মাননীয়দের। লোকসভার সচিবালয় ক্যান্টিনের খাবারের উপর থেকে ভর্তুকি বন্ধ করে দিচ্ছে। মেনুতে এখন সবথেকে সস্তা খাবার চাপাটি, দাম তিন টাকা। সবথেকে বেশি দাম নন ভেজ বুফের। তা খেতে গেলে দিতে হবে ৭০০ টাকা। নিরামিষ বুফের দাম পড়বে ৫০০ টাকা। বাজেট অধিবেশন শুরুর দিন ২৯ জানুয়ারি থেকেই নয়া দাম চালু হয়ে যাবে। বেশিরভাগ খাবারের দামই বাজার দরের সমান। 

নয়া মেনু অনুসারে হায়দরাবাদি মাটন বিরিয়ানি পড়বে ৬৫ টাকা। সিদ্ধ সবজির দাম ১২ টাকা। ভেজিটারিয়ান মিলের দর ১০০ টাকা। মাটন বিরিয়ানি খেতে গেলে দিতে হবে ১৫০ টাকা। মাটন কাটলেট ১৫০, মাটন কারি ১২৫ টাকা। লোকসভার স্পিকার ওম বিড়লা আগেই জানিয়েছেন, সংসদের ক্যান্টিনে খাবারের ওপর থেকে ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। জানা গিয়েছে, দাম বাড়ানোয় সংসদের লাভ হবে অন্তত ৮ কোটি টাকা। সংসদে এবার উত্তর রেলের জায়গায় ক্যান্টিনের দায়িত্ব নেবে আইটিডিসি। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post