বুধবার রাতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ব্যাহত হল উত্তরবঙ্গে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম রেলস্টেশন এলাকায়। জানা গিয়েছে বুধবার রাত ১০.৩৩ নাগাদ খলাইগ্রাম স্টেশন থেকে একটি মালবাহী ট্রেন ধূপগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতেই আচমকা একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
রেল সূত্রের খবর, খলাইগ্রাম স্টেশনের ৩ নম্বর লাইন থেকে মেন লাইনে ওঠার সময়ই এই বিপত্তি। ফলে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিক এবং আরপিএফ আধিকারিকরা। ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার ডিআরএম অফিসের আধিকারিকরা। ঘটনাস্থলে পাঠানো হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট এলাকার রেলের ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু রায়। অপরদিকে আলিপুরদুয়ার মেইন লাইনে মালগাড়ি লাইন চ্যুত হওয়ায় মেইন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরের দিকে মালগাড়িটি সরিয়ে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করেছে রেল কর্তৃপক্ষ।
Thank You for your important feedback