‘গোলি মারো’ স্লোগানে গ্রেফতার বিজেপির ৩-তৃণমূলের ০! তুঙ্গে বিতর্ক

নির্বাচন যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। গত মঙ্গলবার দক্ষিণ কলকাতায় তৃণমূলের মিছিলে ‘‌দেশ কো গদ্দারো কো, গোলি মারো....’‌ স্লোগান উঠেছিল। ২৪ ঘন্টার ব্যবধানেই একই স্লোগান প্রতিধ্বনিত হয় বিজেপির মিছিলেও। বুধবার হুগলির চন্দননগরে শুভেন্দু অধিকারীর মিছিলে ‘গোলি মারো’ স্লোগান ওঠায় বিতর্ক চরমে উঠেছিল। এর জেরে বুধবার রাতেই পুলিশ গ্রেফতার করে বিজেপির হুগলী সাংগঠনিক জেলার যুব সভাপতি সুরেশ সাউ-সহ আরও দুজনকে। এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

প্রশ্ন উঠছে এক যাত্রায় পৃথক ফল হবে কেন? তৃণমূলের মিছিলেও তো একই স্লোগান উঠেছিল, সেখানে কাউকে গ্রেফতার করা হল না, অথচ বিজেপির মিছিলে একই স্লোগান ওঠার পরই অতি সক্রিয় পুলিশ গ্রেফতার করল বিজেপির যুব নেতা সহ তিনজনকে। ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা যাচ্ছে, বিজেপির মিছিলে ‘গোলি মারো’ স্লোগান দেওয়া নিয়ে চন্দননগর কমিশনারেটে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। এর ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিল, ‘এই ধরনের শব্দবন্ধনীকে সমর্থন করে না বিজেপি। যে বা যারা মিছিলে এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে’। সেইসঙ্গে বিজেপি এও প্রশ্ন তুলছে, তৃণমূলের মিছিলে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করার পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এটা কমিশনের নজরে আনা হবে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.