নাপোলিকে হারিয়ে ইতালি সুপার কাপ চ্যাম্পিয়ন জুভেন্টাস

বুধবার রাতে নাপোলিকে ২-০ হারিয়ে ইতালি সুপার কাপের চ্যাম্পিয়ন হয়ে নবমবার খেতাব জিতল জুভেন্টাস। ম্যাচের প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ পেলেও নষ্ট করেন রোনাল্ডোরা। যদিও প্রথমার্ধে বলের সমান দখল ছিল দুই দলেরই। ৭ মিনিটে রেনাল্ডোর দূর পাল্লার শট নাপোলির ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে ইনসিনিয়ের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি নাপোলির পেতানিয়া। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। 

টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধ। ৬৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। ৭৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সুযোগ এসেছিল নাপোলির কাছে। ম্যাককেনির ফাউলে পেনাল্টি বক্সে পড়ে যান নাপোলির স্ট্রাইকার। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) সাহায্য নিয়ে পেনাল্টি দেয় রেফারি। তবে সেটা বাইরে মেরে নষ্ট করেন ইনসিনিয়ের। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মোরাতা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মোরাতার গোলে ইতালি সুপার কাপের চ্যাম্পিয়ন্স হল জুভেন্টাস। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post