ঝড়খালিতে নৌকাডুবি, মৃত এক পর্যটক, নিখোঁজ আরও

রাজ্যে ফের নৌকাডুবির ঘটনা। এর জেরে মৃত্যু হল এক পর্যটকের। নিখোঁজ আরও বেশ কয়েকজন। ঘটনাটি সুন্দরবনের ঝড়খালিতে। অভিযোগ, অতিরিক্ত যাত্রী নেওয়াতেই বিপত্তি। জানা যাচ্ছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালির হেরোভাঙা নদীতে পর্যটক বোঝাই একটি ভুটভুটি ডুবে যায়। তাতে প্রায় ২২ জন পর্যটক ছিলেন বলেই জানা গিয়েছে। ঘুরতে যাওয়ার জন্যই ওই ছোট্ট ভুটভুটিতে উঠেছিলেন পর্যটকের দলটি। নৌকাটি ঝড়খালির ঘাট থেকে ছেড়ে কিছুটা যাওয়ার পরই টলমল করতে থাকে, এবং শেষ পর্যন্ত ডুবে যায়। ঘটনা বুঝতে পেরে অনেকেই জলে ঝাঁপ দেন। স্থানীয় মানুষজন জলে ঝাঁপ দিয়ে উদ্ধারকাজ শুরু করেন, আবার অন্য নৌকা নিয়েও ডুবন্তদের তুলে নেয়। কিন্তু এক মহিলা সহ বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যেই সুবোধ গৌতন্য (৬২) নামে একজনের দেহ উদ্ধার হয়েছে। বাকি কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটকদের অভিযোগ, ”ছোট নৌকার মধ্যে গাদাগাদি করে প্রচুর পর্যটককে তোলা হচ্ছিল। আমরা প্রথমে বিষয়টিতে আপত্তি করেছিলাম। কিন্তু বোট সিন্ডিকেটের লোকজন আমাদের আপত্তিতে কর্ণপাত করেননি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝড়খালি থানার পুলিশ। নিখোঁজদের তল্লাশি চালাতে স্পিডবোট ও নৌকা নামানো হয়েছে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post