হাসপাতাল থেকে বাড়ি ফিরেই মোদির ‘মন কি বাতে’ মজলেন সৌরভ

রবিবার সকালেই বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর বাড়ি ফিরেই শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ ভাষণ। এবং যে বেশ মন দিয়ে শুনেছেন তাঁর প্রমান মিলল কিছু সময় পড়েই। নিজেই টুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন এই অনুষ্ঠানে ভারতীয় দলকে অভিনন্দন ও উদ্ধুত করার জন্য। টুইটে মহারাজ লিখলেন, ‘অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সকে আলাদা করে তাঁর বক্তব্য তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদের পাশাপাশি কৃতজ্ঞতা জানাই’।  উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই প্রসঙ্গ তুলে এদিন মন কি বাত অনুষ্ঠানে বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ফিরে এসেছে তা অনুপ্রেরণা জোগাবে তরুণদের’। এরই পাল্টা ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, বুকে ব্যাথা নিয়ে দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। দুবার তাঁর হৃদযন্ত্রে তিনটি স্টেন্ট বসানো হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়। পাঁচ দিনের মাথায় এদিনই তাঁর ছুটি হয়েছে। এরমধ্যেই প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেছেন বাড়িতে বসেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post