বৃহস্পতিবার আইএসএলে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ও জামশেদপুর এফসি। রুদ্ধশ্বাস ম্যাচে জর্জ ওর্তিজের জোড়া গোলে জয় পেল এফসি গোয়া। জামশেদপুরকে ৩-০ গোলে হারিয় আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানে জায়গা পাকা করে নিল জুয়ান ফেরান্ডোর দল।
ম্যাচ শুরু থেকেই জমে ওঠে আক্রমণ প্রতি-আক্রমণে। ১১ মিনিটে ভ্যানমালসামার শট দুরন্ত সেভ করেন গোয়ার গোলরক্ষক নবীন। পাশাপাশি ইস্পাত শহরের দল জামশেদপুরের গোলকিপার রেহনেশ গোল বাঁচিয়ে দুর্গ রক্ষা করেন। কিন্তু ১৯ মিনিটে জামসেদপুরের ডিফেন্ডারদের সাজানো ছক ভাঙেন গোড়ার নগুয়েরার। ডি বক্সের মধ্যেই ওর্তিজের উদ্দেশে বল বাড়ান তিনি। ওর্তিজ ঠান্ডা মাথায় বলকে জালে জড়িয়ে গোয়াকে এগিয়ে দেন। ২৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেন ভালস্কিস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ওর্তিজ। ৫২ মিনিটে তিনি দ্বিতীয় গোলটি করেন। যদিও তাঁর কাছে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল। কিন্তু রেহনেশ তার শট বাঁচিয়ে দেন। ৮৫ মিনিট লিমা লাল কার্ড দেখায় দশজন হয়ে পড়ে জামশেদপুর এফসি। ম্যাচের শেষ মুহূর্তেও গোয়ার হয়ে ব্যবধান বাড়ান ইভান গঞ্জালেস। অ্যাঙ্গুলোর সঙ্গো ওয়ান টু পাস খেলে গোলের দরজা খুললেন গঞ্জালেস। এদিন ম্যাচের প্রথম থেকেই অসহায় লেগেছে জামশেদপুরের খেলোয়াড়দের। ১১ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে এফসি গোয়া। অন্যদিকে জামশেদপুর সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট।
Thank You for your important feedback