‘তেরঙ্গার অপমানে স্তম্ভিত দেশ’, মন কি বাতে বললেন মোদি

২৬ জানুয়ারি তিরঙ্গার অপমানে দুঃখ পেয়েছে দেশ। প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় কৃষক বিক্ষোভ নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রবিবার মন কি বাত অনুষ্ঠানে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। আর এভাবেই ঘটনার নিন্দায় সরব হলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেন,  যেভাবে জাতীয় পতাকার ‘অপমান’ করা হয়েছে, তা দেখে হতবাক হয়ে গিয়েছে দেশ। দুঃখ পেয়েছে দেশ। তবে এদিন কৃষি আইনের বিষয়ে বিশেষ কিছু বলেননি তিনি। এমনকি সরাসরি  কৃষক বিক্ষোভের প্রসঙ্গও তোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 



এরপরই অবশ্য তিনি চলে যান অন্য বিষয়ে। মোদি বলেন, টিকাকরণের শুরুর দিন থেকে ১৫ দিনের মধ্যে ৩০ লক্ষের বেশি করোনা যোদ্ধার টিকাকরণ হয়েছে। তাঁর কথায় এদিনও উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা। প্রধানমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের উপর ভরসা বেড়েছে। ভ্যাকসিন এবং ওষুধের ক্ষেত্রে বিশ্বের দরবারে ভারত সাফল্য পেয়েছে। তাই বিশ্ব দরবারে ভারতের মুখ আরও উজ্জ্বল হয়েছে। পাশাপাশি এদিন মোদির 'মন কি বাত' অনুষ্ঠানে উঠে আসে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রুদ্ধশ্বাস জয়ের কথাও। পাশাপাশি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার পটচিত্র শিল্পীদের আঁকারও  ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

ছবিঃ দুরদর্শন

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post