আগামী ৭ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ায় এক সরকারি কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা। তবে ওইদিন তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে। সেদিন হলদিয়ায় যাবেন মোদি। ভারত পেট্রোলিয়ামের এক সরকারি কর্মসূচিতে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই দিল্লি ফিরে যেতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রের খবর, রাজ্য নেতৃত্ব চেষ্টা করছে যাতে মোদিকে দিয়ে কোনও সভা করানো যায়। এর আগে গত ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে এসেছিলেন মোদি। সেদিন শুধুমাত্র সরকারি কর্মসূচিতেই দেখা যায় তাঁকে। নেতাজি ভবন, ন্যাশনাল লাইব্রেরি ঘুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যায় এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
Thank You for your important feedback