কৃষকদের জন্য আলোচনার রাস্তা খোলা রয়েছে। কৃষি আইন সাময়িক স্থগিত রাখতে প্রস্তুত সরকার। শনিবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, কৃষক নেতারা একটা ফোন করলেই ফের আলোচনা শুরু করা যাবে। শুক্রবার সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। সেদিন কৃষকদের সমর্থনে বিরোধীরা রামনাথ কোবিন্দের ভাষণ বয়কট করেন। শনিবার বিরোধী দলগুলিকে তাদের সমর্থকদের কাছেও তাঁর বার্তা পৌঁছে দিতে অনুরোধ জানান মোদি। আপাতত ১৮ মাসের জন্য বিতর্কিত ৩টি কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব আগেই কৃষকদের দিয়েছিল কেন্দ্র। গত সপ্তাহে কেন্দ্রের তরফে ১১ তম বৈঠকে ওই প্রস্তাব দেওয়া হয় কৃষকদের। কিন্তু কৃষক নেতারা তাতে সম্মত হননি। তাঁরা তিনটি আইন প্রত্যাহারের দাবিতেই অনড়। কিন্তু তাঁদের সেই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার।
Thank You for your important feedback