রাজ্য জুড়ে তিনদিনের বাস-মিনিবাস ধর্মঘটের ডাক

ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি বাস, মিনিবাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিকদের সংগঠন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তাঁরা জানান, লাগামছাড়াভাবে ডিজেলের দাম বাড়ছে। উপরন্তু লকডাউনের পর থেকে যাত্রী কম থাকায় বেড়ে চলেছে লোকসানের বোঝা। বারবার রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির আবেদন করলেও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে এবার আন্দোলনের পথে নামতে চলেছেন তাঁরা। 

তাঁদের দাবি, আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ডিজেলের মূল্যে জিএসটি বসাতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে বাসভাড়া বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা। তারআগে, প্রতীকী আন্দোলন হিসেবে আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি রাজ্য জুড়ে ধর্মঘটে সামিল হবেন বেসরকারি বাস মালিক সংগঠন।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post