হাঙ্গামার নিন্দা কৃষক সংগঠনের, সীমান্তে ফিরছেন বিক্ষোভকারীরা

তারা এ ধরনের শৃঙ্খলাভঙ্গকারীদের সমর্থন করে না। সবরকম চেষ্টা সত্ত্বেও কয়েকটি সংগঠন ও কিছু লোক নিন্দাজনক কাজ করেছে। তারা তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে ঢুকে পড়েছিল। ট্র্যাক্টর মিছিলে ব্যাপক গোলমালের পর মঙ্গলবার ৪১টি কৃষক সংগঠনের যুক্ত মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। তাদের কথা, শান্তিই তাদের বড় শক্তি। এমন লোকজনের সঙ্গে তাদের কোনও যোগ নেই। কৃষকদের প্রজাতন্ত্র দিবসের প্যারডেকে তারা অভিনন্দন জানিয়েছে। তারা কৃষকদের দিল্লি সীমান্তে ফিরে যেতে বলেছে। কৃষকরা সিংঘু সীমান্তে ফিরে যাচ্ছেন। 

অন্যদিকে, দিল্লির পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠক হয় এদিন বিকেলে। দিল্লির একটা অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আধা সামরিকবাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। লালকেল্লায় অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই খালি করা হয়েছে লালকেল্লা। সেখানে রয়েছে প্রচুর পুলিশ।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.