মাস্টার ব্লাস্টার সচিনের রেকর্ড ভাঙতে পারেন রুট

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারেন ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট, জানিয়েছেন কিংবদন্তি জিওফ্রে বয়কট। রুট শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলে ৪২৬ রান সহ একটি ডবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন। যার গড় ১০৬.৫০। রুট ৯৯টি টেস্ট খেলে ৮২৪৯ রান করেছেন। অন্যদিকে সচিন ২০০ টেস্ট খেলে ১৫,৯২১ রান করেছিলেন। ৫ ফেব্রুয়ারি থেকে ভারত-ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে চার টেস্টের সিরিজ। তাই ভারত সফরে রুটের কাছে এক বড় পরীক্ষা।

জিওফ্রে বয়কট জানিয়েছেন, ‘ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান করেছিলেন ডেভিড গাওয়ার, কেভিন পিটারসেন এবং আমি। ২০০ টেস্ট খেলার মতো ক্ষমতা আছে রুটের এবং টেস্টে সর্বোচ্চ রান করে সচিনের রানের রেকর্ড ভাঙতে পারেন’। এছাড়া বয়কট বলেছেন ‘রুটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের সঙ্গে। ওদের সঙ্গে সমানতালেই রান করছে রুট। অতীতে কে কী করেছে, তা ভাবা উচিত নয়’।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post