কমিটি গড়ার প্রস্তাব নাকচ করলেন কৃষকরা

সু্প্রিম কোর্ট কৃষকদের দাবি মেটাতে যে কমিটি তৈরির প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে কৃষক সংগঠনগুলি। তারা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড়। তাদের বক্তব্য, শীর্ষ আদালতে কেন্দ্রে মনোভাবেই পরিষ্কার, তারা কৃষি আইন বাতিল নিয়ে কোনও কথা বলতে চায় না। ফলে কমিটির কোনও প্রয়োজন নেই।

সোমবার রাতে সংযুক্ত কিষাণ মোর্চা এক বিবৃতিতে বলেছে, কৃষি আইন স্থগিত রাখার যে কথা সুপ্রিম কোর্ট বলেছে, তাকে স্বাগত জানাচ্ছে সবাই। তবে কোনও কমিটির বৈঠকে তাদের কেউই ব্যক্তিগতভাবে বা দলবদ্ধভাবে অংশ নেবেন না। কেননা, কেন্দ্র আইন বাতিলে কখনই সম্মত হবে না। তাদের আইনজীবীরা সোমবারই জানিয়েছিলেন, তাঁরা কৃষকদের সঙ্গে কথা বলে কমিটির বিষয়ে মতামত জানাবেন। তারপরই সিংঘু সীমান্তে আইনজীবীজের সঙ্গে কৃষক নেতাদের কথা হয়। সেখানেই কমিটির প্রস্তাব নাকচ করার সিদ্ধান্ত হয়েছে। কমিটি তৈরির প্রস্তাব আসলে সময় নষ্ট করার কৌশল।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.