আজ প্রাথমিকের টেট, বাস-ট্রেন কম থাকায় ভোগান্তির আশঙ্কা

আজ প্রাথমিকের টেট পরীক্ষা। এই পরীক্ষায় বসতে চলেছেন প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী। রবিবার ছুটির দিনে পরীক্ষা পড়ায় কপালে চিন্তার ভাঁজ পরীক্ষার্থীদের। কারণ পরীক্ষার জন্য বাড়তি বাস বা ট্রেনের ব্যবস্থা করেনি সরকার। এমনিতেই রবিবার বা ছুটির দিনে কম ট্রেন বা মেট্রো চলাচল করে। এদিন আবার লাইনের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ দমদম থেকে নোয়াপাড়া মেট্রো চলাচল। ফলে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়তে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দুপুর ১২টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। কোভিডবিধি মেনেই যাতে সুষ্ঠভাবে তাঁরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারে তার জন্যই এই নির্দেশ বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অপরদিকে, শনিবার রাত পর্যন্ত রাজ্য সরকারের তরফে অতিরিক্ত বাস, ট্রাম বা লঞ্চ নামানোর কোনও নির্দেশিকা জারি করার খবর পাওয়া যায়নি। আবার পূর্ব রেলও জানিয়ে দিয়েছে রাজ্যের তরফ থেকে অতিরিক্ত ট্রেন দেওয়ার অনুরোধ আসেনি। তাই রেল কোনও বাড়তি ট্রেন দেয়নি। ফলে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হবে টেট পরীক্ষার্থীদের। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন পরীক্ষার্থীরা।

 ডিএলএড মঞ্চের আহ্বায়ক কৃষ্ণেন্দু দেবেব বক্তব্য, ‘সবদিক বিচার করে ব্যতিক্রমী ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়মে শিথিলতার আবেদন জানাচ্ছি। বোর্ড সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করুক’। অন্যদিকে, প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য সমস্যা এড়াতে পরীক্ষা কেন্দ্রে যথেষ্ঠ কড়াকড়ি করা হবে বলে জানিয়ে দিয়েছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক সহ সকলকেই মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ক্যালকুলেটর বা অন্য কোনও ব্যাগ ও ইলেকট্রনিক যন্ত্র নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। যদি কারোর কাছে এই জাতীয় বস্তু পাওয়া যায় তবে তাঁকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করা দেওয়া হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post