এবার ভোটযুদ্ধে রুদ্রনীল?

ঘোরতর বামপন্থী পরিবারের সদস্য রুদ্রনীল ঘোষ। একসময়ে এসএফআই-এর সক্রিয় নেতাও ছিলেন। থিয়েটারের জগৎ থেকে সিনেমায় আগমন বাম আমলেই। সেই রুদ্রনীল পরে যোগ দেন তৃণমূলে। খুব একটা মঞ্চ ঘেঁষা নেতা না থাকলেও মুখ্যমন্ত্রীর প্রিয়পাত্র হিসাবে দুই দফায় দুটি দফতরের হয়ে কাজে নিযুক্ত হন তিনি এবং তাঁরই মুখে শোনা ওই কাজের দক্ষিণাও ছিল। কিন্তু তিনি কাজে সন্তুষ্টি পাননি কাজে বলেই এবার বিজেপিতে পা বলেই গুঞ্জন।

গতকালই নেতাজির জন্মোৎসবে আমন্ত্রিত ছিলেন রুদ্রনীল, শোনা যায় যে ইদানিং বিজেপি ঘনিষ্ঠ বলেই বুদ্ধিজীবী হিসাবে তাঁর আমন্ত্রণ ছিল। প্রাক্তন দলের উপর ক্ষুব্ধ হয়ে তাঁর ক্ষোভের কথা জানাতে গিয়ে প্রাক্তন বামপন্থী ধর্মের সমর্থনেও কথা বলেন। শনিবারের বারবেলাটি কিন্তু রুদ্রনীলের ভালই গেল, খোদ নরেন্দ্র মোদির সাথে আলাপ হওয়ার পর সেলফিও তুললেন হাসিমুখে প্রধানমন্ত্রীর সাথে। সূত্র মারফত জানা গেল, হাওড়ার কোনও এক 'সেফ' আসন থেকে তাঁকে প্রার্থী করা হবে এবং মমতার প্রশাসনে থাকা রুদ্রনীল, বিজেপি ক্ষমতায় এলে আরও বড় দায়িত্ব পেতেই পারেন।    

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post